কলকাতা ব্যুরো: তাঁর সুরের মূর্ছনায় অগণিত শ্রোতাকে মুগ্ধ রেখে প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এস পি বালাসুব্রাহ্মনিয়ম। করোনা আক্রান্ত হয়ে এ মাসের গোড়ার দিকেই চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
বৃহস্পতিবার থেকেই অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ছিলেন সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রাহ্মনিয়ম। চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারে তাঁর চিকিৎসা চলছিল। কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর গত ৫ আগস্ট থেকে ৭৪ বাচর বয়সী ওই শিল্পী ভর্তি ছিলেন চেন্নাইয়ের ওই হাসপাতালে। ৮ সেপ্টেম্বর পরীক্ষা করে দেখা যায় তার আর করোনা সংক্রমণ নেই।
কিন্তু তার ফুসফুসের পরিস্থিতির কারণে তাকে ভেন্টিলেশন থেকে বের করা যায়নি। অত্যন্ত সঙ্কটজনক অবস্থাতেই তিনি ছিলেন লাইফ সাপোর্ট সিস্টেমে। বৃহস্পতিবার রাতে তাঁকে হাসপাতালে দেখতে যান তাঁর বন্ধু ও অভিনেতা কমল হাসান। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে তৈরি হলো এক শূন্যতা।