কলকাতা ব্যুরো: শিল্পাঞ্চলের সাঁওতাল পল্লী গুলিতে সড়ম্বরে পালিত হলো বাহা পরব l ফাল্গুনের শুক্লপক্ষের চতুর্দশীতে বাহা পালন করে সাঁওতাল সমাজ l এই সময় গাছের প্রথম নতুন শাল মহুয়া উৎসর্গ করা হয় প্রকৃতির সৃষ্টি কর্তাকে l নানান রঙে সেজে ওঠে আদিবাসী পল্লীর মাটির দেওয়াল l চলে ধর্মীয় নানান আচার অনুষ্টান সহ, পংক্তি ভোজ ও নৃত্যের অনুষ্টান l
Previous Articleতৃণমূলের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত সালানপুর
Next Article অসমে পরীক্ষা হলো সর্বানন্দ-রিপুনদের