কলকাতা ব্যুরো: বুধবার আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র দত্তক নেওয়া গ্রাম সালানপুরের সিদাবাড়ি গ্রামে বসলো কুড়িটি সোলার বিদ্যুৎ বাতি l ইসিএলের সালানপুর এরিয়ার সিএসআর ফান্ড থেকে বরাদ্দকৃত টাকায় বাবুল সুপ্রিয়র উদ্যোগে বসলো এই সোলার বিদ্যুৎ বাতি l

বাবুলের সাংসদ ফান্ডের ভারপ্রাপ্ত প্রতিনিধি ও জেলা বিজেপির সহ সভাপতি প্রশান্ত চক্রবর্তী জানান, সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কয়লা মন্ত্রকের সিএসআরের টাকায় সিদাবাড়ি গ্রামে সৌর পথ বাতি লাগানো হলো l শুনলাম পথ বাতি লাগানোর সময় তৃণমূলের কিছু স্থানীয় কর্মী এই পথ বাতি লাগানোর কৃতিত্ব স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়ের বলে দাবি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন l সামনের বিধানসভার নির্বাচনে মানুষ এর জবাব দেবেন বলে তার দাবি l

Share.
Leave A Reply

Exit mobile version