এক নজরে

#babulsupriyo: বালিগঞ্জের বিধায়ক হিসেবে শপথগ্রহণ বাবুলের

By admin

May 11, 2022

কলকাতা ব্যুরো: দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে বুধবার বিধায়ক হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়। বুধবার রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় শপথ বাক্য পাঠ করান বাবুলকে।

এপ্রিল মাসের ১২ তারিখে বালিগঞ্জ কেন্দ্রে উপ নির্বাচন এবং ১৬ এপ্রিল ফল ঘোষণা হয়। তারপর থেকে গতকাল, মঙ্গলবার পর্যন্ত রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকার জন্যই বালিগঞ্জের নির্বাচক মণ্ডলী বিধায়কের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন বলে তৃণমূলের অভিযোগ কারণ, প্রথম দফায় রাজ্যপাল শপথ গ্রহণ স্থগিত রেখে বিধানসভার অন্যান্য বিষয় নিয়ে নানা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন।

রাজ্যপালের এমন ভূমিকার কড়া নিন্দা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পরিষদীয় দপ্তর বিষয়টি নিয়ে আপত্তি করায় শেষে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ পড়ানোর দায়িত্ব দেন রাজ্যপাল। সেই মতোই এদিন শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল। যদিও সেখানে দেখা গেল না স্পিকারকে। উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।