এক নজরে

আসানসোলে কৃষি বিলের পক্ষে সওয়াল বাবুলের

By admin

October 07, 2020

কলকাতা ব্যুরো: কৃষি বিল নিয়ে বিরোধীরা মানুষকে ভুল বুঝাচ্ছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়। বুধবার আসানসোলে বিজেপির দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলনে বাবুল বলেন, বিরোধীরা অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জনগণকে সঠিক তথ্য দিচ্ছেন না। তার দাবি, কৃষি বিল পাসের ফলে প্রান্তিক চাষীরা সরাসরি ন্যায্য দাম পাবেন।এদিন তিনি বিজেপির উন্নয়ন কর্ম যজ্ঞের তৃণমূল বাধা হচ্ছে বলেও অভিযোগ তোলেন। আসানসোল লোকসভা এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক কাজের খতিয়ান পেশ করে বাবুল বলেন, এই কাজগুলো য় তৃণমূল অযথা বাধার সৃষ্টি করছে। ফলে উন্নয়ন কাজে বিঘ্ন ঘটছে।