এক নজরে

Babul Supriyo: উত্তরাখণ্ডে মৃত আসানসোলের পর্যটক

By admin

October 29, 2021

কলকাতা ব্যুরো: জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা দেখে উত্তরাখণ্ডে মৃত আসানসোলের পর্যটকদের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষতিপূরণ চাইলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। এ বিষয়ে বাবুল একটি টুইটও করেছেন পিএমও ইন্ডিয়াকে।

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে একটি বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন। একটি যাত্রীবোঝাই মিনি বাস ডোডা থেকে থাত্রির দিকে যাওয়ার পথে পিছলে গিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রীর অফিসের তরফে টুইট করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। পিএমএনআরএফ ফান্ড থেকে মৃতদের প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা আর আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী ৷

এরপরই বাবুল সুপ্রিয় একটি টুইট করে জম্মু-কাশ্মীরের বাস দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকপ্রকাশ করেন। সেখানে তিনি লেখেন, জম্মু-কাশ্মীরের বাস দুর্ঘটনায় ব্যথিত। সম্মানীয় প্রধামন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীকে ধন্যবাদ জানাই, তিনি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ৷ তিনি এরকম বহু দুর্ঘটনায় মৃত, জখম ব্যক্তিদের প্রতি তাঁর করুণা প্রকাশ করেছেন৷

এরই সঙ্গে তিনি উত্তরাখণ্ডে ৫ জন পর্যটকের প্রাণ হারানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর অফিস @PMOIndia-এর উদ্দেশে টুইট করেন ৷ তিনি লেখেন, উত্তরাখণ্ডে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ১৫ জন পর্যটক আহত হয়েছেন আর ৫ জন মারা গিয়েছেন ৷ মৃত ব্যক্তিরা সবাই আমার আসানসোল শহরের বাসিন্দা৷ আপনাকে অনুরোধ করছি আপনি দয়া করে এই দুর্ভাগ্যজনক ঘটনায় মৃত, আহত ব্যক্তিদের জন্যও ক্ষতিপূরণের ঘোষণা করুন৷ টুইটে তিনি উত্তরাখণ্ডে মৃত পর্যটকদের নিয়ে প্রকাশিত বেশ কয়েকটি খবরও পোস্ট করেন ৷