কলকাতা ব্যুরো: করোনা লকডাউন মিটে গিয়ে দেশ আনলক হওয়ার পর প্রায় সাত মাস বাদে নিজের লোকসভা কেন্দ্রে পা রাখলেন বিজেপি সাংসদ তথা মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন সকালে আসানসোলে পৌঁছে তিনি বেশকিছু প্রকল্পের কাজ ঘুরে দেখতে যান। শেষে বারাবনিতে এক জনসভায় তিনি বক্তব্য রাখেন। তার বক্তব্যের একটা বড় অংশ জুড়েই ছিল, তার এতদিন আসানসোলে না আসার কারণ দর্শানো। খানিকটা হাল্কা চালেই বাবুল বললেন, যেভাবে সমর্থকদের ৬০ শতাংশই মুখে মাস্ক না পড়ে বসে আছেন, তাতে তাদের করোনা ধরলে, তার না চাকরিটাই চলে যায়।
তিনি গত কয়েক মাস ধরে যে দিল্লিতে নিজের দপ্তরে প্রতিদিন গিয়েছেন, জানিয়েছেন সেকথাও। আর তার বক্তব্য, তিনি যেহেতু রোজ অফিস করেছেন, ফলে তিনি আসানসোলে এলে, তার সঙ্গে দেখা করতে গিয়ে আবার কা রোর করোনা হতে পারতো বলে বোঝানোর চেষ্টা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। আর তৃণমূলকে খোঁচা দিতে গিয়ে তার বক্তব্য, ওরা অলিগলিতে রাজনীতি করে, আমার সঙ্গে মানুষ দেখা করতে সামনাসামনি আসে।
এদিন বাবুল সুপ্রিয় রানীগঞ্জে ২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড এর কাজের পরিদর্শন করেন। এই রাস্তায় ভারী গাড়ি চলাচলের জন্য রাস্তা ভেঙ্গে যাচ্ছে বলেও তিনি সতর্ক করেন। আসানসোল থেকে কুমারপুর এ ফ্লাইওভারের নির্মাণ কাজ তিনি ঘুরে দেখেন। ই সি এল এবং রেলকে এই কাজ ভালোভাবে করার জন্য তিনি নির্দেশ দেন। এই ফ্লাইওভারের কাজ হয়ে গেলে কুলটির সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে।