কলকাতা ব্যুরো: সোমবার মিছিল করে মনোনয়ন জমা দিলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। একইদিনে জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর মনোনয়ন পেশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে খবর। তবে জয়ের বিষয়ে আশাবাদী দু’ জনেই।

সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন বাবুল সুপ্রিয়। সঙ্গে ছিলেন দেবাশিস কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও সুদর্শনা ঘোষ। তাঁদের সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করেন বাবুল। এরপরই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, তাঁকে দায়িত্ব থেকে সরানোর সময়ে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। আসানসোলের জন্য তিনি যা কাজ করেছেন, একইভাবে বালিগঞ্জের মানুষের জন্য কাজ করার কথা বলেছেন তিনি। পুরনো কথা উঠলেও তাঁর মানসিকতার কোনও পরিবর্তন হবে না বলে সাফ জানিয়েছেন বাবুল। 

এদিকে সোমবার মিছিল নিয়ে বেলা ১০ টা বেজে ৫০ মিনিট নাগাদ আসানসোলে জেলা শাসকের দপ্তরে উপস্থিত হন শত্রুঘ্ন সিনহা। কিন্তু জানা গিয়েছে, পর্যাপ্ত নথি না থাকার কারণেই বিলম্ব হয় মনোনয়নে। শত্রুঘ্ন সিনহা যে এলাকার ভোটার, সেখানকার জেলাশাসকের ক্লিয়ারেন্স থাকা আবশ্যক। সেই নথি না থাকার জন্যই সমস্যা তৈরি হয়েছে। এছাড়াও আরও বেশকিছু নথির অভাব রয়েছে বলেই খবর।

তৃণমূল প্রার্থী জানান, মানুষের আশীর্বাদে তিনি দিল্লির দরবারে আসানসোলের মানুষের দাবি দাওয়া তুলে ধরবেন ৷ দিল্লিতে রাজ্যের আওয়াজ তিনি আরও মজবুত করবেন বলেও জানান ৷

প্রসঙ্গত, শত্রুঘ্ন সিনহাকে ১২ এপ্রিলের পর ‘খামশ’ করে মুম্বই পাঠিয়ে দেবেন বলেছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ যা নিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘তাঁর প্রতি শুভ কামনা এবং আর্শীবাদ রইল ৷

Share.
Leave A Reply

Exit mobile version