কলকাতা ব্যুরো: বারবি ধ্বংসের রায়ে খুশি বিজেপি, ক্ষুব্ধ বিরোধীরা। এদিনের রায় ঘোষণার পর বিজেপি নেতা এবং ওই মামলার অন্যতম অভিযুক্ত লালকৃষ্ণ আদবানি বলেন, বিশেষ আদালতের রায় আমাদের সবার কাছেই একটি খুশির খবর।
রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ওই মামলায় আদবানি সহ সকলেই যে নির্দোষ তা প্রমাণিত হলো। এটা আমাদের সবার কাছেই অত্যন্ত তৃপ্তির একটি খবর।
অন্যদিকে কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এক টুইট বার্তায় বলেন, ভারত জুডিসিয়ারির পরিবর্তে মোদীসিয়ারির দিকে এগোচ্ছে। যখন বিচার মেলে না, তখনই সন্ত্রাসবাদ জন্ম নেয়।
সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, ৫০০ বছরের পুরনো একটি মসজিদ আত্মহত্যা করলো। সিপিএমের পলিটব্যুরো থেকে জারি করা এক বিবৃতিতে এই রায়কে হাস্যকর বলে অভিহিত করা হয়। ওই বিবৃতিতে বলা হয়, রাম জন্মভূমি মামলার রায় ঘোষণা করতে গিয়েও দেশের শীর্ষ আদলত বলেছিলো, বাবরি ধ্বংস একটি অপইড8। অথচ আজ ওই মামলায় সব অভিযুক্তকেই নির্দোষ বলা হলো। এর বিরুদ্ধে সিবিআই-র উচ্চ আদালতে আবেদন জানানো উচিত।