কলকাতা ব্যুরো:বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে রবিবার সারাদিন বিভিন্ন রাজনৈতিক দল ব্যাস্ত থাকলো ওইদি নটি স্মরণে নানা অনুষ্ঠানে। এরাজ্যে বাম দলগুলো মিটিং-মিছিল করলো শহরজুড়ে। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে আজকের দিনটি বাম দলগুলি গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস হিসেবে পালন করছে।

আজ এই উপলক্ষ্যে কলকাতার মৌলালি যুব কেন্দ্রে বামপন্থী দলগুলি এক প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় অংশ নিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার দেশের মানুষের সংহতি নষ্ট করতে চাইছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আগামী মঙ্গলবার কৃষকদের দাবির সমর্থনে দেশজুড়ে ডাকা বনধ সফল করার ডাক দেন।

সিপিআইএমএল এর পার্থ ঘোষ, আরএসপির মনোজ ভট্টাচার্য, ফরোয়ার্ড ব্লকের হাফিজ আলম সৈরানি, সিপিআইএর স্বপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ ৬ ই ডিসেম্বর সংবিধান প্রণেতা ডাক্তার বি আর আম্বেদকরের প্রয়ান দিবসে বাবরি মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা করেন।

এদিকে, বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে ও দেশের সংহতি রক্ষায় বামপন্থী বিভিন্ন গণসংগঠনের তরফে আজ কলকাতায় মিছিল বের হয়। মিছিল রামলীলা ময়দান থেকে শুরু হয়ে পার্ক সার্কাসে গিয়ে শেষ হয়।

Share.
Leave A Reply

Exit mobile version