এক নজরে

বাবরি ধ্বংস মামলার রায় নিয়ে আজ হাই এলার্ট উত্তরপ্রদেশে

By admin

September 30, 2020

কলকাতা ব্যুরো: ২৮ বছর পর আজ ঘোষিত হতে চলেছে বাবরি মসজিদ ধ্বংস নামলার রায়। লখনৌ-র বিশেষ সিবিআই আদালত ওই রায় ঘোষণা করবে। অত্যন্ত সংবেদনশীল ওই মামলার রায়কে ঘিরে এখন হাই এলার্ট উত্তরপ্রদেশে। লখনৌ আদালতের বাইরে মোতায়েন করা হয়েছে ২ হাজার পুলিশ কর্মী। তার মধ্যে রয়েছে সাদা পোশাকের পুলিশও।লখনৌ, অযোধ্যা জুড়ে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। পথে নেমেছে রাফ। স্পর্শ কাতর জেলাগুলোর পরিস্থিতি নজরে রাখছেন ডিজিপি। পুলিশ কমিশনার সকালে আদালত এলাকার নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখেছেন।ওই মামলায় আদবানি, জোশী, উমা ভারতী, কল্যাণ সিং সহ ৩২ জনকে অভিযুক্ত তালিকায় রাখা হয়। বাকি ১৬ জন অভিযুক্ত প্রয়াত। আজ অভিযুক্তদের আদালতে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। যদিও শারীরিক পরিস্থিতির কারণে আদবানি ও জোশীকে উপস্থিত হওয়া থেকে ছাড় দেওয়া হচ্ছে। করোনার কারণে আসতে পারবেন না উমা ভারতী, কল্যাণ সিং। আজ আদালতে অভিযুক্ত এবং আইনজীবীরাই কেবলমাত্র প্রবেশ করতে পারবেন।