এক নজরে

করোনা দূরে রাখতে কুকুর-বিড়ালের বিষয়ে সতর্ক হতে বলছে সমীক্ষা

By admin

September 18, 2020

কলকাতা ব্যুরো: যাঁরা কুকুর বা বিড়াল পোষেন তারা সতর্ক থাকুন। কোনভাবে তারা করোনায় আক্রান্ত হলে তাদের অসুস্থতা এই সব পশুদের সংক্রামিত করতে পারে। আবার হতে পারে উল্টোটাও। শুক্রবার প্রকাশিত একটি সমীক্ষায় এই তথ্য জানানো হয়েছে।

সমীক্ষায় বলা হয়েছে, ‘জুনোটিক ইনফেকশনে’ অসুস্থ হয়ে পড়তে পারে পশুরা। এর অর্থ, পশুদের থেকে রোগ সংক্রমণ হতে পারে মানুষের। কোনভাবে যদি পশুদের মধ্যে সামান্য রোগের লক্ষণ তৈরি হয় তা এই রোগ আরো ছড়িয়ে দিতে বড় ভূমিকা নিতে পারে বলে সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে। শুধু বিড়াল, কুকুর নয়, বাঘ ও এই রোগ ছড়াতে পারে বলে জানাচ্ছে সমীক্ষা। সম্প্রতি পশুর রোগ বিশেষজ্ঞরা কানাডায় এই বিষয়ের উপরে সমীক্ষা করেন। সেখানে পোষ্য এবং তাদের মালিকদের ওপর সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

সমীক্ষায় করতে গিয়ে প্রথমে ১৭ টি বিড়াল ও আঠারোটি কুকুরের লালা রস নেওয়া হয় এবং একজন মালিককে নির্বাচন করে দু’সপ্তাহ ধরে তাদের নজর বন্দি রাখা হয়। সে সময় তাদের সকলেই করোনা নেগেটিভ ছিল। এরপরে রক্তে এনটিবডি পরীক্ষা হয়। আটটি বিড়াল ও ১০ টি কুকুরের উপর নজর রেখে তাদের মালিকরা দু’সপ্তাহ ধরে জানালার বাইরে দিয়ে নজরদারি চালাতে থেকে। পরবর্তীতে এদের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে, এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে সংক্রমিত জীবজন্তু মানুষের জন্য বিপদজনক হতে পারে বলে।