এক নজরে

এবার অভিষেকের মুখোমুখি বসিয়ে নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি

By admin

September 09, 2020

কলকাতা ব্যুরো: কেন নির্যাতিতা অভিযুক্তের নাম বলেছিলেন অমিতাভ বসু? কেনই বা তাঁর সঙ্গে অভিযুক্তের পাঁচ বছরের যোগাযোগ ও সম্পর্কের কথা তদন্তকারীদের জানাননি ওই নির্যাতিতা ? মঙ্গলবার রাতে আনন্দপুর কাণ্ডের মূল অভিযুক্ত অভিষেক পান্ডে গ্রেপ্তার হওয়ার পর এবার ওইঅভিযুক্তের মুখোমুখি বসিয়ে নির্যাতিতার কাছে তা জানার চেষ্টা করবে পুলিশ।

আনন্দপুর থানা এবং গোয়েন্দা পুলিশের যৌথ উদ্যোগে গত রাতে রুবির মোড়ে এক বন্ধুর বাড়ি যাওয়ার সময়ে গ্রেপ্তার হন অভিষেক। গত শনিবারের ওই ঘটনার পর থেকে বারেবারে ডেরা বদল করেও শেষরক্ষা হলো না অভিষেকের।