এক নজরে

পুজো কমিটি গুলিকে ৫০ হাজার টাকা করে দেওয়ার পক্ষে মত নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের

By admin

October 21, 2020

কলকাতা ব্যুরো : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে সেপ্টেম্বর রাজ্যের প্রায় ৩৬ হাজার ৯৪৬ পূজা কমিটি কে ৫০ হাজার টাকা করে দেবার কথা ঘোষণা করেন। টি ভি চ্যানেলে একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই নীতিকে সমর্থন করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারের এই নীতি বহু মানুষের সমালোচনার মুখে পড়েছিল। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কে সমর্থন করায় অনেকটাই স্বস্তিতে এখন সরকার।

অভিজিত বাবু বলেন এটা খুব একটা খারাপ সিদ্ধান্ত নয়। এই অর্থে মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া সঠিক বলেই মনে করছেন অভিজিত বাবু। অবশ্য দুর্গাপুজো প্যান্ডেল এ নো এন্ট্রি করার হাইকোর্টের সিদ্ধান্ত কে সমর্থন করেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান প্যান্ডেলের মধ্যে বেশি লোক হলে মারণ ভাইরাস ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।

অভিজিত বাবু আশাবাদী যে ভারতের অর্থনীতি আবার তার স্বমহিমায় ফিরে আসবে এবং এই অতিমারি ভারতবাসী অতিক্রম করতে সমর্থ হবে। অভিজিত বাবু আরো ও জানান যে লোকাল ট্রেন চালু হলে হয়তো খুব একটা অসুবিধা হবে না। তিনি বলেন লোকাল ট্রেনে দরজা-জানলা যেভাবে আছে তাতে আলো-বাতাস বাসের থেকে অনেক বেশি ভালোভাবে চলাচল করবে। তবে মানুষকে সচেতন হওয়া এবং মাস্ক ও স্যানিটাইজার যথার্থভাবে ব্যবহার করার পক্ষে সওয়াল করেছেন তিনি।