এক নজরে

পিটিআই-এর চেয়ারম্যান হলেন অভীক সরকার

By admin

September 01, 2020

কলকাতা ব্যুরো: দেশের অগ্রগণ্য সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) র চেয়ারম্যান নিযুক্ত হলেন অভীক সরকার। তিনি দীর্ঘদিন আনন্দ বাজার পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব সামলেছেন। বর্তমানে আনন্দ বাজার গ্রুপ অফ পাবলিকেশনস এর এডিটর এমিরেটাস এবং ভাইস চেয়ারম্যান। বিভিন্ন ভাষায় এই গোষ্ঠীর রয়েছে একাধিক সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, বেশ কিছু ম্যাগাজিন এবং প্রকাশনা সংস্থা।

শনিবার পিটিআই-র বোর্ড অফ ডিরেক্টরস এর বৈঠক থেকে অভীক বাবুকে পিটিআই-র চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এই পদে ছিলেন পাঞ্জাব কেশরী গ্রপের প্রধান সম্পাদক বিজয় কুমার চোপড়া।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের পাঠ শেষ করে অভীক সরকার ইংল্যান্ডে যান সাংবাদিকতার পাঠ নিতে। সেখানে তিনি সানডে টাইমস এর প্রবাদপ্রতিম এডিটর স্যার হ্যারল্ড ইভান্স, এডুইন টেলার ( ডিজাইন), ইয়ান জ্যাক ( সাব এডিটিং) সহ বিশ্বের সংবাদ মাধ্যমের বহু বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে এসেছেন।