কলকাতা ব্যুরো: বিধানসভা নির্বাচনে শোচনীয় ফলের পর বর্তমানে টালমাটাল দশা রাজ্য বিজেপিতে ৷ বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্য়োপাধ্যায়, সব্যসাচী দত্তের মতো নেতারা গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন ৷ দলের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে বসালেও থামেনি দলীয় কোন্দল ৷ তথাগত রায়ের মতো বিজেপি নেতারা প্রকাশ্যেই রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ৷

বঙ্গ বিজেপির এই যখন অবস্থা তখন তাতে নয়া মাত্রা যোগ করলো শনিবার ভাইরাল হওয়া একটি অডিয়ো টেপ ৷ ভাইরাল এই অডিয়ো টেপে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর গলা শোনা গিয়েছে ৷ যদিও কলকাতা৩৬১.ইন এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ৷

এই অডিও টেপে শোনা যাচ্ছে সৌমিত্র বলছেন, রাজ্যে লোকসভায় তিনটি আসন পাবে বিজেপি, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু একটা সিটও জিতবে না৷ দিলীপ ঘোষ নিজের বুথে, নিজের পঞ্চায়েতে হেরেছেন৷ শুধু বড় বড় কথা৷”, এই অডিয়ো টেপে ২ জনের কথোপকথন শোনা গিয়েছে যাঁদের মধে একজনের গলা সৌমিত্র খাঁয়ের বলেই মনে করা হচ্ছে। এখানেই থামেননি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তিনি বলেছেন, বাংলার রাজনীতিতে হিন্দুদের মধ্যেও ভাগ করে দিচ্ছে, রাজবংশী, আদিবাসী ৷ বাংলার রাজনীতিতে এভাবে হয় নাকি!

রাজ্য থেকে কেন্দ্রে নরেন্দ্র মোদী মন্ত্রীসভায় যে চারজন বিজেপি সাংসদ প্রতিমন্ত্রী রয়েছেন সে প্রসঙ্গেও বলতে শোনা গিয়েছে সৌমিত্র খাঁ’কে ৷ বলেছেন, যে চারজন মন্ত্রী হলো তাদের মধ্যে শান্তনু ঠাকুর বাদ দিয়ে কেউ কাজে লাগবে না ৷ নিশীথ প্রামাণিক মন্ত্রী হয়েছে এতে পার্টির কোনও ছেলে উপকৃত হবে না। আমি লড়াই করছি, ৫০ শতাংশ জেতার সম্ভাবনা আছে ৷ বিজেপি আর জিততে পারে দার্জিলিং, উত্তরবঙ্গে আর দু-একটা জিততে পারে ৷ আমি ২০২৪ পর্যন্ত নিজের কেন্দ্রের বাইরে বেরবো না ৷

সৌমিত্র খাঁ’র এই অডিয়ো টেপ প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

Share.
Leave A Reply

Exit mobile version