কলকাতা ব্যুরো : দিনে দুপুরে ডাকাতদের গুলিতে মানুষ খুন হলো বৃহস্পতিবার। আতঙ্ক ছড়ানো আসানসোলে। একটি শপিং মলের কে আসবেন থেকে ডাকাতি করতে গিয়ে রীতিমতো সন্ত্রাস ছড়ালো বেশ কয়েকজন স্মৃতি আসানসোলে। এদিন দুপুরে এই ঘটনার পর আসানসোল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিন বেলা বারোটা নাগাদ উত্তর আসানসোলের রিলায়েন্স মার্কেটে ক্যাশভ্যান কালেকশনের জন্য এলে দুটি মোটর বাইকে ছ জন দুস্কৃতী হামলা চালায়। শপিং মলের বাইরে ক্যাশভ্যানে লুটের চেষ্টা করলে বাধা দেন গানম্যান ও চালক। তখন এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। ক্যাশভ্যান লুঠ করার চেষ্টা করে। দুস্কৃতীদের গুলি গানম্যান রবিউল মির্ধার (৪২) গলায় লাগে। আহত হন ক্যাশ অফিসার প্রশান্ত দেবনাথ। জেলা হাসাপাতালে নিয়ে গেলে রবিউলকে মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন প্রশান্ত দেবনাথ।
মৃত রবিউলের বাড়ি পূর্ব বর্ধমানের মানকরে, আহত ক্যাশ অফিসারের বাড়ি হুগলির পাণ্ডুয়ায়। ক্যাশভ্যানের ড্রাইভার বিকাশ পাল গুলিবিদ্ধ না হলেও আহত হয়েছেন। তবে দুস্কৃতীরা ক্যাশভ্যান লুঠ করতে পারেনি। ভ্যানে মোট ৭০ লাখ টাকা ছিল বলে জানাগেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সৈয়দ ফিরদৌস বলেন, প্রথমে গুলির চলার আওয়াজ পেয়েও গুরুত্ব দিইনি। পরে আর দুবার যখন আওয়াজ পেলাম তখন বুঝলাম দুস্কৃতী হানা হয়েছে। এরপর একটি নীল রঙে গাড়িতে তিনজন পালালো। অন্য তিনজনের হলুদ মোটর বাইকটি পড়েছিল। তারা দৌড়ে এসে মলে আসা এক গ্রাহকের গাড়ি ছিনতাই করে পালিয়ে গেল। ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ।
ঘটনাস্থলে যান এসিপি সেন্ট্রাল তথাগত পাণ্ডে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুজনকে আটক করা হয়েছে।
Previous Articleবার্নপুরে তিলকা মাঝির জন্মদিনে সাঁওতাল সমাজ
Next Article কী ভাবে বাঁচাবেন ?
Related Posts
Add A Comment