এক নজরে

রাজ্যে আক্রান্ত বাড়লো, দিল্লি-ইউপিতে কারফিউ

By admin

April 15, 2021

কলকাতা ব্যুরো: এ রাজ্যে ২৪ ঘন্টায় প্রায় ৯০০ আক্রান্ত বাড়লো। আজ ৬৭৬৯ জন করোনা আক্রান্ত হয়েছে। অন্যান্য রাজ্য কারফিউ জারি করে বা শপিংমল, সিনেমাহল, সুইমিংপুল বন্ধ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও, এ রাজ্য এখনো আছে ভোটের মোডে। শুধুমাত্র সরকারি অফিসে ৫০ শতাংশ লোক দিয়ে কাজ করানো ছাড়া, বেসরকারি অফিসগুলোকে লোক কমাতে অনুরোধ করার মধ্যে এখনও আবদ্ধ রাজ্যের কেয়ারটেকার সরকার।ফলে নির্বাচন কমিশন হস্তক্ষেপ না করলে প্রতিদিন বিধি না মেনে চলতে থাকা ভোটের প্রচারে পরিস্থিতিতে আরও খারাপ হবে, তা বলার অপেক্ষা রাখে না। চিকিৎসক সমাজ, নাগরিক সমাজ প্রতিদিন ভোট প্রচার নিয়ে সমালোচনা, চিৎকার, অসন্তোষ প্রকাশ করলেও, এ রাজ্যের রাজনৈতিক দলগুলোর নেতা-নেত্রীদের অবশ্য এখনো ঘুম ভাঙ্গেনি।যদিও মন্দের ভালো, সিপিএমের পরে কংগ্রেস জানিয়ে দিয়েছে, বড় ভোট প্রচার তারা করবে না। একইসঙ্গে যদি আপাতত ভোট স্থগিত করা হয় বা দফা কমিয়ে আনা হয়, সবক্ষেত্রেই নির্বাচন কমিশনের সঙ্গে সহমত রয়েছে কংগ্রেস। যদিও রাজ্যে প্রধান দুই প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূলের তরফে এখনো এইটুকু সততা দেখাতে এগিয়ে আসেনি কোনো নেতাই। তারা এখনো মোদি আর দিদির সমালোচনা করতে রোজ কমিশনে গিয়ে হত্যে দিচ্ছেন। কিন্তু প্রধান রাজনৈতিক দল হিসেবে নাগরিকের দিকে তাকিয়ে করোনা নিয়ন্ত্রণে তাদের যে কোনো ভূমিকা আছে বা কোনো বক্তব্য থাকতে পারে, তা এখনো বুঝে উঠতে পারছে না সাধারণ মানুষ।যদিও মহারাষ্ট্রের পর করোনাকে বাধতে কারফিউ এর পথে হাঁটল দিল্লি ও উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকার জানিয়ে দিয়েছে, সপ্তাহের শেষে সন্ধ্যে থেকে পরদিন সকাল পর্যন্ত কারফিউ বলবৎ করা হবে। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার জানিয়েছেন, যেভাবে করোনা প্রতিদিন আক্রমণ বাড়াচ্ছে, তাতে সপ্তাহের শেষে ছুটির দিনগুলোতে কারফিউ জারি করা হবে। ফলে ওই দিনগুলিতে শুধুমাত্র জরুরী পরিষেবা এবং বিমান ধরতে যাওয়া বা জরুরী কাজে বেরোনো মানুষদের ছাড় দেওয়া হবে। দিল্লি সরকার সেখানে শপিং মল, সিনেমা হল সুইমিং পুল সহ অন্যান্য সময় কাটানোর জায়গা গুলিকে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজে এখন করোনা আক্রান্ত। যদিও তার অসুস্থতা খুব বাড়াবাড়ি রকমের না হওয়ায় তিনি কাজের মধ্যেই রয়েছেন বলে জানানো হয়েছে সরকারের সূত্র থেকে। করোনা বাড়তে থাকায় উত্তরপ্রদেশ সরকার লখনৌ শহর সহ বিভিন্ন শহরে কারফিউ জারি করে পরিস্থিতি সামাল দিতে চাইছে।