কলকাতা ব্যুরো: মঙ্গলবার আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ৷ আর তার কয়েক ঘণ্টা আগে রবিবার রাতে পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে বিজেপির আইটি সেলের এক নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বিজেপি নেতার নাম জীতেন চট্টোপাধ্যায় ৷ এদিন দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে প্রচার সেরে দুর্গাপুরের বাড়িতে ফেরার সময় তাঁর উপর এই আক্রমণ হয় বলে দাবি ওই বিজেপি নেতার ৷ তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি ৷ গুলি গিয়ে লাগে তাঁর গাড়ির কাঁচে ৷
জীতেন চট্টোপাধ্যায় বর্তমানে দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দা। চার চাকার গাড়ি এদিন নিজেই চালাচ্ছিলেন জীতেনবাবু। তাঁর পাশের সিটে বসেছিলেন তাঁর এক সহকর্মী। অভিযোগ, পাণ্ডবেশ্বরের কুমারডিহি এলাকা দিয়ে আসার সময় একটি বাইকে দু‘জন তাঁদের গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং গুলি চালায়। জীতেনবাবুর কথায়, ওরা গাড়ির সামনে এসে দাঁড়াতেই আমি আমার গাড়ির গতি একেবারে কমিয়ে দিয়েছিলাম। তারপরেই ওরা গুলি চালায়। গাড়ির কাঁচে লাগে গুলি। বিজেপি নেতা আরও বলেন, এই নির্বাচনে আমি প্রচার নিয়ে অত্যন্ত ব্যাস্ত। তাই শাসকদলের দুষ্কৃতীরা আমাকে মেরে ফেলতেই আমায় লক্ষ্য করে গুলি চালায়। ঘটনা যেহেতু পাণ্ডবেশ্বর থানা এলাকার, তাই আমি পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ জানাব।
তবে জীতেন চট্টোপাধ্যায়ের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, জীতেন মদ্যপ অবস্থায় নেই তো? কারণ মদ্যপ অবস্থায় এরকম ভুল বকে অনেকেই।
তবে উপনির্বাচনের আগে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায়।