কলকাতা ব্যুরো: শনিবার রাতে একটি দলীয় সভা থেকে ফেরার পথে এক বিজেপি কর্মীর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাটি গাঙ্গুলিবাগান এলাকায় ঘটেছে বলে অভিযোগ। আহত বিজেপি কর্মীর নাম বিশ্বজিৎ পোদ্দার। অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। আহত ওই বিজেপি কর্মীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় বিজেপির তরফে নেতাজী নগর থানায় অভিযোগ জানানো হয়েছে।