এক নজরে

ISL Derby: নাসিরির হ্যাটট্রিকে ফিরতি মহারণেও জয় এটিকে মোহনবাগানের

By admin

January 29, 2022

কলকাতা ব্যুরো: নতুন তারার উদয় দেখলো আইএসএলের ফিরতি কলকাতা ডার্বি। শনিবার হ্যাটট্রিক করে মোহনবাগানকে জেতালেন কিয়ান নাসিরি ৷ ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণাকে ছাড়াই মাঠে নেমেছিল মোহনবাগান ৷ তাঁর অভাব ঢেকে দিলেন ময়দানের প্রাক্তন তারকা জামশেদ নাসিরির ছেলে ৷ ম্যাচের শেষ মুহূর্তে জোড়া গোল করে দলকে জয়ের স্বাদ এনে দিলেন বছর একুশের এই তরুণ ৷ আইএসএল-এর কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ডও এখন তাঁর দখলে ৷

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন ড্যারেন সিডোয়েল ৷ দশ মিনিটের মধ্যেই গোল শোধ করে দেন কিয়ান । পরিবর্ত হিসেবে মাঠে নেমে হ্যাটট্রিক করার নজির ভারতীয় ফুটবলে নেই । সেদিক থেকে বাইচুং-চিডিদের পাশে বসে পড়লেন এই তরুণ ফুটবলার ।

গত দেড় মরসুম ধরে ডার্বি মানেই এসসি ইস্টবেঙ্গলের অসহায় আত্মসমর্পণ। চলতি আইএসএলে প্রথম ডার্বিতে লাল-হলুদ বিরতির আগেই গোল হজম করেছিল। এদিন যদিও ছবিটা বদলাল। শেষ ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের ধাক্কা সরিয়ে সবুজ-মেরুন রক্ষণের ওপর চাপ বাড়ালো পেরিসেভিচ-সিডোয়েলরা। এমনকি দু’বার গোল মুখ খুলে ফেলেছিল পদ্মাপাড়ের ক্লাব। দুটো ক্ষেত্রেই মার্সেলো ফিনিস করতে পারলে ইস্টবেঙ্গল এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করতে পারত।

অন্যদিকে লিস্টন কোলাসোর শট বারে লাগা, ডেভিড উইলিয়ামসের পেনাল্টি মিসে গোলের মুখ খুলতে সমস্যায় পড়েছিল ফেরান্দোর ছেলেরাও ৷ এরপরেই বড় মঞ্চে উদয় হল কিয়ানের ৷ ৯০ মিনিট পর্যন্ত কোনও দলই আর গোল করতে পারেনি ৷ সেখান থেকেই ইনজুরি টাইমে ৯৩, ৯৪ মিনিটে পরপর দু’গোল করে ম্যাচের রঙ বদলে দেন কিয়ান ৷

নয়ের দশকে ইস্টবেঙ্গলের হয়ে বহু ম্যাচে মোহনবাগানকে কোনঠাসা করেছিলেন জামশেদ নাসিরি ৷ প্রথম বিদেশি ফুটবলার হিসেবে ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার রেকর্ডও তাঁরই দখলে ৷ ছেলে কিয়ান অবশ্য বিদেশি নয় কারণ, নাসিরি পরিবার এখন পুরোদস্তুর কলকাতা নিবাসি বাঙালি ৷ কিয়ানের উত্থানও মোহনবাগান অ্যাকাডেমি থেকেই ৷ সেখান থেকেই সিনিয়র দলে সুযোগ, এবার বড় ম্যাচে বাজিমাত জুনিয়র নাসিরি’র ৷

তবে এদিন ডার্বির বল গড়ানোর আগে সদ্য প্রয়াত সুভাষ ভৌমিককে শ্রদ্ধানিবেদন এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানের। বল পায়ে, কোচের রিমোট কন্ট্রোল হাতে নিয়ে বহু ডার্বি ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন ময়দানের ‘ভোম্বলদা’। গত শনিবার সকালে প্রয়াত হন সুভাষ ভৌমিক। শোকে ভেঙে পড়ে কলকাতা ময়দান। আজ আরেক শনিবার।

এদিন বাংলা ভাগ করে দেওয়া এই ম্যাচের ঠিক আগে লাল-হলুদের তরফে দেখা গেল দুর্দান্ত এক ফ্রেম। গোলকিপার অরিন্দম ভট্টাচার্য, বলবন্ত সিং, আদিল খান এবং মহম্মদ রফিক সম্মিলিত ভাবে ধরে রয়েছেন লাল-হলুদ জার্সি। সেই জার্সির নম্বর ১২। জার্সিতে লেখা ভৌমিক। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছে এসসি ইস্টবেঙ্গল। সেখানে লেখা রয়েছে, ‘আপনি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবেন–সুভাষ ভৌমিক।’  একই ভঙ্গিতে শ্রদ্ধা দেখিয়েছে এটিকে মোহনবাগানও। কোচ ফেরান্দো, সন্দেশ এবং তিরি ধরে আছেন ১২ নম্বর এটিকে মোহনবাগান জার্সি। জার্সিতে লেখা সুভাষ। সবুজ-মেরুনের হয়েও মণিমুক্তো ছড়িয়ে গিয়েছেন সুভাষ ভৌমিক। মোহনবাগানের হয়ে গোল করেছেন ৮২টি। সবুজ-মেরুন জার্সি পরে খেলেছেন ১৯৭০-৭২, ১৯৭৬-৭৮।