এক নজরে

শুধু দেখার জন্যই যাওয়া যেতে পারে অটল টানেলে

By admin

October 04, 2020

কলকাতা ব্যুরো: শনিবারই উদ্বোধন হয়ে গেলো বিশ্বের উচ্চতম টানেল অটল টানেলের। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে মানালি এবং লেহ এর মধ্যে দূরত্ব কমলো ৪৬ কিলোমিটার। যার ফলে সময় বাঁচবে প্রায় ৪ ঘন্টা। এই টানেলের মাধ্যমে সারা বছরই যাতায়াত করা যাবে। যা বিশেষত ভারতীয় সেনাবাহিনীর পক্ষে অত্যন্ত অনুকূল হবে। তবে শুধু সেনা নয়, অভিজ্ঞতার জন্যও যাওয়া যেতে পারে সেখানে।

সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১০ হাজার ফুট। দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার। দুই লেনের রাস্তা। যেখানে সারা বছরই যাতায়াত করা যাবে। দিনে ৩ হাজার গাড়ি এবং দেড় হাজার ট্রাক যাতায়াত করতে পারবে। কিছু দূর অন্তরই রয়েছে বেরোনোর রাস্তা। অক্সিজেনের সমস্যা যাতে না হয়, তার জন্য রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। টানেলের মধ্যেই রয়েছে অগ্নিনির্বাপণ ব্যবস্থা। টানেলটি তৈরি করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন।