এক নজরে

#BJPMLASuspension: বিজেপি বিধায়কদের সাসপেনশন তোলার আবেদনে ত্রুটি

By admin

June 13, 2022

কলকাতা ব্যুরো: আগের অধিবেশনে নিয়ম ভেঙে সাসপেনশনের মুখে পড়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ সাত বিজেপি বিধায়ক। আর চলতি অধিবেশনে সেই সাসপেনশন প্রত্যাহারের আবেদনে করেও লাভের লাভ হল না। আবেদনে পদ্ধতিগত ত্রুটি আছে বলে তা খারিজ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে বিধানসভা গেটের বাইরে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভে বসেন বিধায়করা। নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে যেহেতু সমস্যার সমাধান সোমবার বিধানসভায় হলো না, তাই মঙ্গলবার মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে ওঠার সম্ভাবনা রয়েছে।

১০ জুন থেকে শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন। চলবে ১৭ তারিখ পর্যন্ত। এই অধিবেশনে পেশ হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। তাতে বিরোধী বিধায়কদের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গত অধিবেশনে বিধানসভা কক্ষে বিশৃঙ্খলার অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল ৭ বিধায়ককে। সাসপেনশন প্রত্যাহার করে এই অধিবেশনে তাঁরা যোগ দিতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার কথা স্পিকারের। সোমবার সাতজন সাসপেনশন তোলার জন্য আবেদন করেন। কিন্তু তাতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে, তা উল্লেখ করে স্পিকার বলেন, মঙ্গলবার ফের আবেদন জানাতে।

বিধায়কদের তিনি জানান, সঠিকভাবে এই মোশন জমা করা হয়নি। আজকে এই মোশন গ্রহণ করা যাচ্ছে না কারণ আপনারা সঠিকভাবে সেটা জমা করেননি। নতুন করে পদ্ধতি মেনে জমা করুন। আমি এটাকে রিজেক্ট করছি না। মঙ্গলবার বিএ কমিটির বৈঠকে ভাবনাচিন্তা করা হবে।
এদিকে, সাসপেনশন প্রত্যাহার না করায় ক্ষুব্ধ বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে বিক্ষোভে শামিল হন। শুভেন্দু অধিকারীর কথায়, আজ হোক বা কাল, সাসপেনশন প্রত্যাহার হলে হাউসের ভিতরে সরব হব আমরা। রাজ্যে যা যা চলছে, তা নিয়ে শাসকদল কী করছে, প্রশ্ন তোলা হবে। বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর জন্য আইন সংশোধনে বিল আসবে। আমরা তার বিরোধিতা করব।

এছাড়া হজরত মহম্মদকে নিয়ে বিতর্কের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা নিয়েও বিধানসভায় সরব হন বিরোধীরা। এদিন বিধানসভায় আসার পথে হাওড়ার পাঁচলা সেতুতে গাড়ি থামিয়ে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। রবিবার পাঁচলা যাওয়ার পথে পুলিশ তাঁর কনভয় আটকেছিল। গাড়িতে বেশ খানিকক্ষণ আটকে থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি।