এক নজরে

TMC in Assam: অসমে মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনশন কর্মসূচি তৃণমূলের

By admin

May 23, 2022

কলকাতা ব্যুরো: মূল্যবৃদ্ধির গেঁড়োয় নাজেহাল আমজনতা। প্রতিদিন একটু একটু করে বাড়তে বাড়তে গগনচুম্বী নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। যার মধ্যে রয়েছে ওষুধের মতো প্রাণদায়ী দ্রব্যও। কেন্দ্রীয় নীতির কারণেই এমন চরম পরিস্থিতি। এই অভিযোগ তুলে এবার অনশন আন্দোলন শুরু করলো অসম তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল থেকে গুয়াহাটিতে ধরনা মঞ্চ তৈরি করে অনশনে বসেছেন দলের নেতা, কর্মীরা। সকলের হাতে পোস্টার, ব্যানার। তাতে মূল্যবৃদ্ধি বিরোধী স্লোগান লেখা।

সোমবার সকালে রাজধানী গুয়াহাটির চচল এলাকায় তৈরি ধরনা মঞ্চে হাজির তৃণমূল নেতা, কর্মীরা। তাঁদের প্রত্যেকের গলায় দলীয় উত্তরীয়। ধরনা মঞ্চের সামনে মহাত্মা গান্ধীর ছবি। সঙ্গে পোস্টারে লেখা– ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। এই দাম কমানো হোক অবিলম্বে, রোগীদের জীবন দেওয়া হোক। কোনও পোস্টারে আবার পেট্রোল, ডিজেলের মূল্য আরও কমানোর দাবি। জানা গিয়েছে, ১২ ঘণ্টার অনশন কর্মসূচিতে শামিল হয়েছেন অসম তৃণমূলের নেতা, কর্মীরা।

প্রসঙ্গত, চলতি মাসেই অসমে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার মধ্যে দিয়েই বাংলার শাসকদল বুঝিয়ে দিয়েছিল, প্রতিবেশী উত্তর-পূর্ব রাজ্যের মাটি কামড়ে থেকেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে। গত বছর অসমের পুরসভা নির্বাচনে লড়াই করেছে তৃণমূল। ফলাফল তেমন ভাল না হলেও হার না মানার অদম্য জেদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে মাটি শক্ত করছে তৃণমূল।

ইতিমধ্যেই বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিয়েছেন অভিজ্ঞ নেতারা। তাতে শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় আজ অসম তৃণমূলের অনশন কর্মসূচি দলকে লড়াইয়ের ময়দানে আরও অক্সিজেন জোগাবে বলেই মত ওয়াকিবহাল মহলের।