কলকাতা ব্যুরো: অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুস্মিতা দেব। সোমবার দুপুরে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই তৃণমূলে যোগ দিলেন শিলচরের নেত্রী। তারপরই তৃণমূলের উত্তরীয় গলায় পরেই অভিষেকের সঙ্গে নবান্নে গেলেন সুস্মিতা। অসমে বড় দায়িত্ব পেতে পারেন সুস্মিতা, তৃণমূল কংগ্রেসের অন্দরে এমনটাই খবর।
প্রসঙ্গত, কোনও ইঙ্গিত না দিয়েই রবিবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানান সুস্মিতা দেব। তবে এর নেপথ্যে কোনও কারণ দেখাননি তিনি।
দুই লাইনের সংক্ষিপ্ত চিঠিতে সোনিয়া গান্ধীকে সুস্মিতা দেব লেখেন, ‘তিন দশক ধরে কংগ্রেসে কাজ করতে পারার সুযোগ আমি উপভোগ করেছি। আমি ব্যক্তিগত ভাবে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ দিয়ে সাহায্য করার জন্য এবং পথ দেখানোর জন্য।’
উল্লেখ্য, সুস্মিতা বর্ষীয়ান কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে। শিলচরের থেকে নির্বাচিত হয়ে প্রথমবার ২০১৪ সালে সংসদ সদস্য হয়েছিলেন সুস্মিতা। এই আসনটি তাঁর পরিবারের শক্ত গড় হিসেবে পরিচিত।