এক নজরে

আত্মহত্যা করলেন বলিউড অভিনেতা আসিফ বাসরা

By admin

November 12, 2020

কলকাতা ব্যুরো : বলিউড অভিনেতা আসিফ বাসরা হিমাচল প্রদেশের তার বাড়িতে আত্মহত্যা করে মারা গেলেন। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। তার বয়স হয়েছিল ৫৩ বছর। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। একটি ফরেনসিক দল ঘটনাস্থলে আছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। অভিনেতা গত পাঁচ বছর ধরে একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করছিলেন। চলচ্চিত্র অভিনেতা আসিফ এর দেহ ধর্মশালার একটি প্রাইভেট কমপ্লেক্সে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।ফরেনসিক দল ঘটনাস্থলে আছে বলে খবর পাওয়া যাচ্ছে।

তার মৃত্যুর খবর পেয়ে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। হানসাল মেহেতা বলেছেন সত্য হতে পারে না। এটা খুবই বেদনাদায়ক। মনোজ বাজপেয়ী বলেছেন এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন শিল্পের একজন জনপ্রিয় মুখ ছিলেন আসিফ। একজন সুপরিচিত থিয়েটার অভিনেতা ছিলেন তিনি। সুশান্ত সিং রাজপুতের কাই পো ছে, রানী মুখার্জির হেঁচকি, ঋত্বিক রোশনের কৃষ থ্রি,’ শহীদ কাপুর এবং কারিনা কাপুরের জাব ওয়ে মেট, অনুরাগ কাশ্যপের ব্ল্যাক ফ্রাইডে এবং সাইফ আলী খানের কালাকান্দি মত বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন আসিফ। আসিফ কে শেষবার হটস্টার স্পেশাল সিরিজে একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়।