কলকাতা ব্যুরো: মাঝে মাত্র আর একটা দিন। তারপরেই শেষ এবারের মত দুর্গাপুজো। হাইকোর্টের নির্দেশ থাকলেও, বৃষ্টির ভ্রুকুটি চলে গিয়েছে। তাই অষ্টমীর সন্ধ্যায় কলকাতা পায়ে পায়ে বেরিয়ে পড়ল রাজপথে। হাইকোর্টের নির্দেশে মণ্ডপে ঢোকা নিষেধ। সেখানে ইচ্ছে থাকলেও উদ্যোক্তারাও নো এন্ট্রি’ বোর্ড সরাতে পারছেন না। তাতে কি! রাস্তা আর রেস্তোরা তো আছে।
মণ্ডপে নাইবা ঢোকে গেল দূর থেকে প্যান্ডেল দেখতে তো বাধা নেই। আর রাজপথে ঘুরে বেড়ানোই কোনো আপত্তি জানিয়ে সরাসরি কোনো নির্দেশ দেয়নি হাইকোর্ট। যদিও পুলিশকে নির্দেশ দেওয়া আছে কোনভাবেই যেন কোথাও ভিড় না হয়। পুলিশ রাস্তায় ছিল যথেষ্ট। কিন্তু জনতার রাজপথে আড্ডা মোটামুটি গতদিনের তুলনায় অনেকটাই নজরে পড়ল।


উত্তর থেকে দক্ষিণ শহরের প্রায় সর্বত্রই অষ্টমীর সন্ধ্যেটা এক ঝলক ঠাকুর দেখে দেওয়ার জন্য বেরিয়ে পড়েছে শহরের একটা বড় অংশের মানুষ।
ফলে শরৎ বোস রোড বা শ্যামবাজারে রাস্তায় লোকের ভিড় চোখে পড়েছে অন্যদিনের তুলনায় নজর কাড়ার মতো। এরইমধ্যে রাত একটু বাড়তেই হঠাৎই প্রাইভেট গাড়ি বেড়ে গিয়েছে রাস্তায়। তারই সঙ্গে ভিড় বেড়েছে বাইকের। সকলেই বেশি রাতে একটু ফাঁকায় ফাকায় ঠাকুর না হোক, অন্তত মন্ডপ দেখার জন্যই অষ্টমীর তাকেও কাজে লাগিয়ে নিচ্ছেন।

Share.
Leave A Reply

Exit mobile version