কলকাতা ব্যুরো: এ যেন কয়েক বছর আগে এ রাজ্যের রানাঘাটে গভীর রাতে ঘটে যাওয়া ঘটনারই ছবি। ডাকাতি করতে গিয়ে এক মহিলা পুরোহিতকে ধর্ষনের সেই স্মৃতি যেনো ফিরলো প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের গোড্ডায়।
মঙ্গলবার গভীর রাতে এক আশ্রমে ঢুকে মহিলা পুরোহিতকে গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত ঝাড়খণ্ডের ওই এলাকা। দুষ্কৃতীরা অন্য সব মহিলা- পুরুষ পুরোহিদের একটি ঘরে তালা দিয়ে আটকে রেখে এক তরুণী পুরোহিতকে আলাদা নিয়ে গিয়ে গণ ধর্ষণ করে বলে অভিযোগ। ওই তরুণী গত ফেবরুয়ারিতে আশ্রমে এসে লক ডাউনের জন্য আটকে যান।
যদিও রানাঘাটের মত গোড্যার ক্ষেত্রে পুলিশকে অভিযুক্ত ধরতে বেগ পেতে হইনি। কারণ মূল অভিযুক্তকে চিনে ফেলে কিছু আবাসিক। সেখানকার পুলিশ সুপার বলেছেন, মূল অভিযুক্ত দীপক রায়কে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতেও জোর তল্লাশি চলছে।