কলকাতা ব্যুরো: (ফাইল ছবি) সৌরভ গঙ্গোপাধ্যায় কি হবেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? এই নিয়ে জল্পনার মধ্যেই সৌরভের বেহালার বাড়িতে হাজির হলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক তথা বাম নেতা অশোক ভট্টাচার্য। ভারতীয় ক্রিকেট দলের দলের প্রাক্তন অধিনায়ক সৌরভের সঙ্গে অশোক ভট্টাচার্যের সম্পর্ক নতুন নয়। বামফ্রন্ট সরকারের মন্ত্রী থাকাকালেই অশোকের সঙ্গে সৌরভের সুসম্পর্ক। সেই সম্পর্ক আজও অটুট।

কয়েকমাস আগেই আগেই অশোক ভট্টাচার্যের লেখা বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ। এদিন বিসিসিআই সভাপতির বাড়ি থেকে বেরিয়ে সোশ্যাল মিডিয়ায় এই সাক্ষাতের কথা নিজেই জানান অশোকবাবু। ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে বলেও লেখেন। এবং সৌরভের সঙ্গে আলাপচারিতার দু’টি ছবিও পোস্ট করেন গণমাধ্যমে।ফেসবুক পোস্টে অশোক ভট্টাচার্য লিখেছেন, ‘আজ সৌরভ গাঙ্গুলির বাড়িতে বসে সৌরভ আর ডোনার সাথে অনেক গল্প হলো । শিলিগুড়ির খবর, ক্রিকেট নিয়ে আলোচনা হলো । আমি ইলেকশনে লড়ছি কিনা তাও জানতে চাইলো!তার জন্যে আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখলো ।
রাজনীতির কথা প্রসঙ্গে আমার মত,ওর রাজনীতিতে যুক্ত না হওয়া, তাও বলেছি । কথা প্রসঙ্গে বলেছি ক্রিকেট ওকে জন প্রিয়তার তুঙ্গে নিয়ে গেছে । দেশের মানুষ চায় তা যেন অব্যাহত থাকে । ওর সাথে শিলিগুড়ির ক্রিকেট নিয়েও কথা হয় । ও সব রকম সহযোগিতা করবে । একবার এসব নিয়ে কথা বলতে শিলিগুড়িতে আসবে ।