কলকাতা ব্যুরো: অভিযুক্ত আশিস মিশ্রকে শনিবার অধিক রাতে কোর্টে পেশ করা হয়েছে। ৩ অক্টোবর লখিমপুর কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। ৩ অক্টোবর লখিমপুর খেরিতে ৮ জনের মারা যাওয়ার ঘটনা নিয়ে প্রায় ১২ ঘণ্টা জেরা করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর ছেলে আশিসকে ৷ কিন্তু সে তদন্তে অসহযোগিতা করছে, এই অভিযোগ তোলেন সিট প্রধান উপেন্দ্র আগরওয়াল। তাই তাকে গ্রেফতার করার কথা ঘোষণা করেন তিনি।

সিনিয়র প্রসিকিউশন আধিকারিক এসপি যাদব জানিয়েছেন, একটি মেডিক্যাল টিম অভিযুক্ত আশিসের স্বাস্থ্য পরীক্ষা করে ৷ তার পর তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ম্যাজিস্ট্রেটের কাছে আশিস মিশ্রকে পুলিশি হেফাজতে রাখার একটি আবেদন জমা দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় তার শুনানি হবে।

এলাকায় আশিস মিশ্র ‘মনু ভাইয়া’ নামেও পরিচিত ৷ শনিবার জেলার কারাগারেই রাত কেটেছে মন্ত্রীপুত্রের ৷ শুক্রবার দ্বিতীয়বার সমন পাঠানোর পর শনিবার সকাল ১১টা নাগাদ লখিমপুর খেরির পুলিশ লাইনে হাজিরা দেয় আশিস ৷ বাবা রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির লোকসভা কেন্দ্র খেরির রাজনৈতিক কাজকর্ম দেখাশোনা করে আশিস ৷

৩ অক্টোবর লখিমপুর খেরিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা ছিল উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের। ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবং তাঁর আসার প্রতিবাদে বেশ কিছু কৃষক বিক্ষোভ প্রদর্শন করছিলেন ৷ উপমুখ্যমন্ত্রীকে আনতে যাওয়ার সময় অজয় মিশ্রের কনভয়ের এসইউভি কৃষকদের পিষে দিয়ে চলে যায় ৷ কৃষকদের অভিযোগ, ওই গাড়িগুলির একটিতে ছিলেন মন্ত্রীপুত্র আশিস মিশ্র। ৪ জন কৃষক মারা যান এই ঘটনায় ৷ এতে ক্ষিপ্ত কৃষকরা পাল্টা আক্রমণ করে বলে অভিযোগ ৷ তাতে ২ জন বিজেপি কর্মী ও একজন গাড়িচালক মারা যান ৷ ওই সময়ে ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিকও প্রাণ হারান ৷

Share.
Leave A Reply

Exit mobile version