কলকাতা ব্যুরো: স্বাস্থ্যকর্মী হিসেবে স্বীকৃতি ও সমকাজে সমবেতনের দাবিতে বিক্ষোভ আশা কর্মীদের। শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন আশা কর্মীরা। এরপর ডোরিনা ক্রসিংয়ে অবরোধ চলে মিনিট পনেরো। পরে রানী রাসমণি অ্যাভিনিউতে এক সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়। তাঁদের দাবি, বাজারমূল্যের নিরিখে প্রতি আইটেমে ভাতা বাড়াতে হবে এবং ফরম্যাটের সমস্ত টাকা নিঃশর্তে দিতে হবে। এমনই দাবিসম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে এদিন কয়েকশো আশা কর্মী বিক্ষোভ দেখান। এর আগেও জেলায় জেলায় আশা কর্মীদের ইউনিয়ন আন্দোলন করেছে।

নেতৃত্বের বক্তব্য, করোনা পর্বে জীবনের ঝুঁকি নিয়ে বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করেছেন আশা কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা করোনা রোগীদের খোঁজখবর নিয়েছেন, এমনকী গ্রামে গ্রামে ঘুরে টিকাও দিতে হয়েছে আশা কর্মীদের। নিয়মিত বেতন না পাওয়ায় সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছে।

উল্লেখ্য, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে প্রায় ৬০ হাজার আশা কর্মী এই রাজ্যে কাজ করছেন। বিভিন্ন সংগঠনের অভিযোগ, আশা কর্মীদের কাজের কোনও ভবিষ্যৎ নেই। অথচ চাপ আছে ভয়ানক। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে তাঁদের প্রচুর দায়িত্ব সামলাতে হয়।

Share.
Leave A Reply

Exit mobile version