এক নজরে

কাল বিধানসভার অধিবেশন

By admin

September 08, 2020

কলকাতা ব্যুরো: করোনা আবহেই বুধবার বসতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। সেই উপলক্ষে ইতিমধ্যেই সানিটাইজ করা হয়েছে বিধানসভা ভবনকে। জানা গিয়েছে,যারা বিধানসভা প্রাঙ্গনে প্রবেশ করবেন তাদের সবাইকেই কোভিড-১৯ স্বাস্থ্য বিধি মানতে হবে। মন্ত্রী, বিধায়ক, বিধানসভার কর্মী ছাড়াও এমনকি সাংবাদিকদেরও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে।