কলকাতা ব্যুরো: করোনা আবহেই বুধবার বসতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। সেই উপলক্ষে ইতিমধ্যেই সানিটাইজ করা হয়েছে বিধানসভা ভবনকে। জানা গিয়েছে,যারা বিধানসভা প্রাঙ্গনে প্রবেশ করবেন তাদের সবাইকেই কোভিড-১৯ স্বাস্থ্য বিধি মানতে হবে। মন্ত্রী, বিধায়ক, বিধানসভার কর্মী ছাড়াও এমনকি সাংবাদিকদেরও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে।
Previous Articleসুশান্তের ভিসেরা পরীক্ষা
Next Article ক্ষতি সামলাতে বৈঠকে পরিবহন নিগমের কর্তারা
Related Posts
Add A Comment