কলকাতা ব্যুরো: “আসানসোলঃ ইতিহাস ও সংস্কৃতি”নামাঙ্কিত একটি গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে আজ জেলা গ্রন্থাগার সভাকক্ষে মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সদর হিসেবে আসানসোলের পরিচিতি প্রাপ্তির ঘটনা সাম্প্রতিক হলেও, এই জনপদটির সুদীর্ঘ ঐতিহ্য আছে। এদিন সভার বিভিন্ন বক্তার কথায় স্থানিক বৈশিষ্ট্যের নানান দিক উঠে আসে। উদ্বোধক, লেখিকা জয়া মিত্র ছাড়াও অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক গৌতম বন্দ্যোপাধ্যায়, বিকাশ গায়েন, দিগেন বর্মন প্রমুখ। ঐক্য প্রকাশনীর পক্ষে অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান সম্পাদক তারাপদ হাজরা ।