কলকাতা ব্যুরো: আসানসোল বিদ্যাসাগর গ্যালারিতে শুরু হলো শিল্পী সুশান্ত রায়ের শিল্পকলার প্রদর্শনী l বিশিষ্ট গুণীজনের আটি মূর্তিসহ বেশ কিছু
ভাস্কর্য্য l প্রদর্শনী ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের পূর্ণাঙ্গ মোমের মূর্তির আবরণ উন্মোচন করেন মন্ত্রী মলয় ঘটক l

উপস্থিত ছিলেন স্বামী সমত্মাজী মহারাজ ও এ, ডি, ডি, এর চেয়ারম্যান বিধায়ক তাপস বান্দোপাধ্যায় l প্রদর্শনী চলবে ৫ই জানুয়ারি পর্যন্ত l

বিশেষ এক সাক্ষাৎকারে শিল্পাঞ্চলের বিশিষ্ট প্রবীণ চিত্র শিল্পী সত্যেন গাঙ্গুলি বলেন – শিল্পী সুশান্ত আমাদের শিল্পাঞ্চলের গর্ব l বিদ্যাসাগর আর্ট গ্যালারীর জন্য আমরা আমাদের রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ l নতুন প্রতিভাবান শিল্পীদের শিল্পকলায় প্রতিনিয়ত ভরে থাকুক আমাদের এই আর্ট গ্যালারী l