কলকাতা ব্যুরো: আসানসোল প্রেস ক্লাবের উদ্যোগে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করলেন আসানসোলের সাংস্কৃতিক মনস্ক মানুষ l সৌমিত্র চট্টোপাধ্যায়ের দীর্ঘ কর্মময় জীবনের বর্ণময় নানান দিক নিয়ে আলোচনা করেন চলচিত্র সমালোচক অনিরুদ্ধ দাশগুপ্ত, পরিচালক-অভিনেতা স্বপন বিশ্বাস ও রুদ্র চক্রবর্তীl
সৌমিত্র চট্টোপাধ্যায় কে নিয়ে অনেক স্মৃতি উজার করে দেন বক্তারা। একটি জেলার প্রেসক্লাবের উদ্যোগে এমন একটি ভাবনা খুব সহজভাবেই ছুঁয়ে গিয়েছে মানুষকে।
Previous Articleদু’মাসে ইডির তিন শীর্ষকর্তা বদল
Next Article কয়লার কালো টাকা কি লগ্নি রুপালি পর্দায়