এক নজরে

জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে আসানসোলে বিক্ষোভ মিছিল

By admin

December 18, 2020

কলকাতা ব্যুরো: আজ আইএনটিটিইউসির পরিবহন নেতা রাজু ওয়ালিয়ার নেতৃত্বে পরিবহন কর্মীরা সদ্য দলত্যাগী ও পদত্যাগী প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির ছবিসহ ফ্লেক্স ছিঁড়ে, রাজপথে পটকা ফাটিয়ে উল্লাস প্রকাশ করে l পুরনিগমের কর্মচারী মহলেও ছিল খুশির মেজাজ l

জিতেন্দ্র বিরোধী কর্মীদের নিচু স্বরে বলতে শোনা যায় -জিতেন্দ্র নিজে থেকে ছেলে যাওয়ায় পুর কর্মচারীসহ আসানসোলবাসী রাহু মুক্ত হলো l তবে জিতেন্দ্র তিওয়ারি নিজে জানিয়েছেন তিনি আর যেখানেই যান, বিজেপিতে কখনই যাবেন না।