কলকাতা ব্যুরো: আসানসোলের পারিবারিক লক্ষ্মী পুজো গুলির অন্যতম গড়াই বাড়ির ঐতিহ্যশালী লক্ষী পুজো l আসানসোলের বনেদি বাঙালি ব্যবসায়ী গড়াই বাড়ির লক্ষী পূজার সূচনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ষষ্টি নারায়ণ গড়াইয়ের স্ত্রী সুধারানী গড়াই l চার সখী সহ লক্ষীই হলো গড়াই বাড়ির প্রতিমার বৈশিষ্ট l
একশো আটটি থালায়, একশো আট রকমের মিষ্টান্ন উৎসর্গ করা হয় লক্ষী দেবীকে l পরের দিন পঞ্চাশ কিলো চালের পরমান্ন, সাথে ছাপান্ন পদের ব্যঞ্জন সহকারে পালিত হয় অন্নকূট উৎসব l গড়াই বাড়ির মীরা গড়াই ও সোনালিকা গড়াই জানান, আমাদের শাশুড়ি মাতা পরিবারে এই পূজার সূচনা করে ছিলেন l আমরা তার প্রচলিত প্রথাকে ধরে রেখেছি মাত্র l