কলকাতা ব্যুরো: শীত জাঁকিয়ে পড়তেই উৎসবের মেজাজে মেতে উঠছে আসানসোল l খ্রিস্টান পাড়াগুলিতে বড়দিনের ব্যস্ততা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি নতুন কফি হাউসে মানুষের ভিড় তো রয়েছেই। আগামী ১৯ ডিসেম্বর থেকে বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে শুরু হচ্ছে মোমের শিল্পী সুশান্ত রায়ের প্রদর্শনী l প্রদর্শনীতে থাকছে সুশান্তর তৈরী আটটি মোমের মূর্তি ও আরো কিছু ভাস্কর্য্য l

জানা গিয়েছে, এই প্রদর্শণীর উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক l ২ জানুয়ারি থেকে আসানসোল পোলো ময়দানে বসছে চতুর্থ পশ্চিম বর্ধমান জেলা বই মেলা l

সব মিলিয়ে আসানসোলে এখন উৎসবের মেজাজ l

Share.
Leave A Reply

Exit mobile version