কলকাতা ব্যুরো: বাজারের নামি মশা মারার ধুপ নকল করার অভিযোগে মহম্মদ শাকিল আক্তার নামে এক ব্যবসায়ীকে ব্যাক্তিকে গ্রেপ্তার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
ধুপ কোম্পানির মুখপাত্র মহম্মদ আনোয়ার বলেন, দীর্ঘ দিন আসানসোলের ইস্মাইলে ওই ব্যক্তি তাদের কোম্পানির ব্যান্ড ব্যবহার করে নকল মশা মারার ধূপের অসাধু ব্যবসা করতেন।

পুলিশ প্রায় কুড়ি হাজার টাকা মূল্যের তিন বস্তা মশা মারার ধুপ আটক করে l