এক নজরে

নাগরিক পরিষেবার দাবিতে আসানসোলে পথে বাম – কংগ্রেস

By admin

October 15, 2020

কলকাতা ব্যুরো: বেহাল রাস্তা সারানো, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুতের চড়া দাম কমানো সহ একগুচ্ছ দাবিতে বুধবার কংগ্রেস ও বামপন্থী জোটের মিছিল বেরলো আসানসোলে। এই মিছিলে কংগ্রেস সহ বামপন্থী দলগুলি অংশ নেয়। বুধা গির্জা মোড় থেকে মিছিল শুরু করে মূর্গাসোল দুর্গা মন্দিরে গিয়ে মিছিল শেষ হয়।

বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই কংগ্রেস এবং সিপিএম জোট বেঁধে এরাজ্যে নিজেদের তৃতীয় শক্তি হিসেবে প্রমাণ করতে চাইছে। তার জেরে শুধু কলকাতা নয়, জেলায় জেলায় কংগ্রেস এবং সিপিএম জোট বেঁধে একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি বিরোধী রাজনৈতিক আন্দোলন শুরু করেছে।