কলকাতা ব্যুরোঃ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটে দক্ষিণ থানার অন্তর্গত কাকড়সোল এলাকায়। সম্প্রতি জানা যায় বরাকর থেকে আসানসোল গামি মিনিবাস দ্রুত গতিতে আসার সময় দুই ভাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই সময় দুই ভাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছোট ভাইয়ের মৃত্যু হয় এবং সনু সাও বড় ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা ক্ষতিপূরণের দাবিতে বেশ কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। দুজনের মধ্যস্থতায় আলোচনা করে অবরোধ তুলে নেওয়া হয়। নিরাজ সাও এর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করে দক্ষিণ থানায় নিয়ে যায় বলে খবর।