এক নজরে

ওয়াইসির মিমের নেতারা তৃণমূলে যোগদান করলেন

By admin

November 23, 2020

কলকাতা ব্যুরো : আসাউদ্দিন ওয়াইসির মিমের হেভিওয়েট নেতা আনোয়ার হোসেন পাশা সহ অন্যান্য নেতৃবৃন্দ আজ যোগদান করলেন তৃণমূলে। তৃণমূল ভবনে ব্রাত্য বসু ও মলয় ঘটক এর উপস্থিতিতে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। বেশকিছু জেলা স্তরের নেতা ও তৃণমূলে যোগদান করেন। বিজেপির সাম্প্রদায়িক শক্তিকে সুবিধা করে দেওয়া হচ্ছে এই মর্মে অভিযোগ করে আনোয়ার পাশা এবং অন্যান্য নেতারা তৃণমূলে যোগদান করেন।

আনোয়ার হোসেন জানান, বিজেপি বাংলায় প্রবেশের চেষ্টা করছে এবং তারা এখানে যে বিভাজনের রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে তা বাংলার সংস্কৃতি নয়। বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি এতটাই শক্ত যে তার একটা ইট ও নাড়ানো যাবে না। মমতার বিরুদ্ধে ওঠা তোষণের রাজনীতির অভিযোগ খারিজ করে দিয়েছেন আনোয়ার হোসেন।
হোসেনের দাবি মিম বিজেপিকে বিহারে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছে। বাংলাতে সেই সুযোগও হোক সেটা চান না তিনি। তবে মিমের সর্বভারতীয় মুখোপত্র ওয়াসিম ওয়াকার জানিয়েছেন আনোয়ারের মতো নেতাদের সঙ্গে মিম যুক্ত ছিল না। ওই সমস্ত নেতাদের অনেকদিন আগেই বহিষ্কার করা হয়েছে।