কলকাতা ব্যুরো: আরিয়ান খান মাদক মামলার তদন্তে তৎপর নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। বৃহস্পতিবার সকালে বলিউডের মেগাস্টার শাহরুখ খানের বাড়িতে গেলেন এনসিবি-র আধিকারিকরা। তল্লাশি চালানো হয় চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতেও। জিজ্ঞাসাবাদের জন্য অনন্যাকে সমন পাঠিয়েছে এনসিবি। এদিকে, বিশেষ এনডিপিএস আদালতেও আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামী মঙ্গলবার ২৬ অক্টোবর হবে সেই আবেদনের শুনানি।

বৃহস্পতিবার সকালে শাহরুখ খানের বাড়িতে যান এনসিবি-র আধিকারিকরা। তবে তল্লাশি চালানোর জন্য তাঁরা মন্নতে যাননি বলে খবর। জানা গিয়েছে, আরিয়ানের অন্য কোনও ইলেকট্রনিক্স ডিভাইস আছে কি না, তার খোঁজেই মন্নতে গিয়েছিল এনসিবি। সে রকম কোনও ডিভাইস বাড়িতে থাকলে শাহরুখ খানকে তা এনসিবি-এর হাতে তুলে দিতে বলা হয়েছে কারণ তদন্তের জন্য প্রতিটি ডিভাইসই খুবই প্রয়োজনীয় বলে জানিয়েছেন এনসিবি-র আধিকারিকরা ৷

এনসিবির এক আধিকারিক মন্নতে সাংবাদিকদের বলেছেন, তদন্ত চলছে ৷ এনসিবি কোনও ব্যক্তির সঙ্গে দেখা করলে বা তাঁর বাড়ি গেলেই তার অর্থ এটা হয় না যে, সেই ব্যক্তি মামলার সঙ্গে যুক্ত ৷ তদন্তের ক্ষেত্রে অনেক রকমের প্রক্রিয়া থাকে। একইসঙ্গে, এনসিবি-র আর একটি দল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বাড়িতেও হানা দেয়। তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর অনন্যাকে সমন পাঠিয়েছে এনসিবি।

বৃহস্পতিবার সকালে অনন্যা পাণ্ডের বাড়িতে হানা দেয় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ জানা গিয়েছে, আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক প্রসঙ্গে অনন্যার কথা হয়েছে বলে জানতে পেরেছে এনসিবি ৷ বুধবার আরিয়ার খানের জামিনের শুনানির আগে এনডিপিএস আদালতে সেই চ্যাটের মেসেজ পেশ করা হয় ৷ অনন্যার বাড়ি থেকে আজ বেশ কিছু জিনিস এনসিবি বাজেয়াপ্ত করেছে বলেও খবর। তাঁর ফোনও নিয়ে গিয়েছেন এনসিবি আধিকারিকরা।

এরপরই চাঙ্কি পাণ্ডের কন্যাকে সমন পাঠানো হয়। তাঁকে আজ দুপুরে এনসিবির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ৷ মাদক মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ কয়েকদিন আগে থেকেই এনসিবি-র নজরে ছিল অনন্যা পাণ্ডের নাম ৷ তবে এনসিবি-র এক আধিকারিক এ প্রসঙ্গে বলেছেন, কাউকে ডেকে পাঠানোর অর্থ এটা নয় যে সে অপরাধী ৷ এটা তদন্তেরই একটা অংশ ৷ তদন্তের জন্য আমরা সন্দেহভাজন ও সাক্ষীদের ডেকে পাঠাই ৷

প্রসঙ্গত, বুধবারও জামিনের আবেদন নাকচ হয়ে যায় আরিয়ান খানের। তাঁর বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচাকেও জামিন দেয়নি মুম্বইয়ের বিশেষ এনডিপিএস আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে গিয়েছেন আরিয়ান খান। তাঁর আইনজীবী এই মামলার শুনানি শুক্রবার অথবা পরের সপ্তাহে সোমবারই করার জন্য আবেদন জানিয়েছিলেন। তবে আদালত জানিয়েছে, শুনানি হবে মঙ্গলবার অর্থাৎ ২৬ আক্টোবর। বৃহস্পতিবার সকালে আর্থার রোড সংশোধনাগারে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান। আরিয়ানের সঙ্গে তাঁর মিনিট ১৫ কথাও হয় ৷

মুম্বই-গোয়ার তটে প্রমোদতরীর মাদক পার্টি থেকে গত ২ অক্টোবর আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টকেও গ্রেফতার করা হয়েছিল ৷ এছাড়াও মুনমুন ধামেচা, ইসমীত সিং, মোহক জয়সওয়াল, গোমিত চোপড়া, নূপুর সতিজা ও বিক্রান্ত ছোকারকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷

Share.
Leave A Reply

Exit mobile version