এক নজরে

অরূপের সঙ্গে কথা বলেই ঢোক গিলে তৃণমূলে জিতেন্দ্র

By admin

December 18, 2020

কলকাতা ব্যুরো: এই বাজারে কিছুটা হলেও মুখরক্ষা হল তৃণমূল কংগ্রেসের। পাণ্ডবেশ্বরের বিদ্রোহী বিধায়কের আপাতত তৃণমূল মান ভেঙেছে। এ যাত্রায় তৃণমূল ছাড়ছেন না বলে শুক্রবার রাতে জানিয়ে দিলেন জিতেন্দ্র তিওয়ারি। এদিন তার বৈঠক হয় অরূপ বিশ্বাস এর সঙ্গে। তাতেই গোসা ভাঙ্গে আসানসোলের প্রাক্তন পুর প্রশাসকের। তারপরেই তিনি জানিয়ে দেন, দল ছাড়ার কথা বলা আমার ভুল হয়েছিল। দিদিকে দুঃখ দেওয়ার মত কিছু করবো না। অথচ এই তৃণমূল নেতা ২৪ ঘণ্টা আগে ছিলেন একেবারে রণং দেহি মূর্তিতে। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছিলেন তিনি।

আর দিন দুয়েক আগে থেকেই শুরু হয়েছিল তার বেসুরো বাজনা। ফিরহাদ হাকিমকে টার্গেট করেই, আসানসোলের উন্নয়ন আটকে যাওয়ার দোহাই দিয়ে ছিলেন তিনি। কেন্দ্রের শহরের উন্নয়নের টাকা ফেরত যাচ্ছে বলে তোপ দেগেছিলেন তৃণমূল সরকারকে। কিন্তু এদিন অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পরেই রাতে ভোল বদল করেন বিজেপির প্রভাবশালী সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া শ্যালক জিতেন্দ্র তিওয়ারি।

দলের সঙ্গে মিটমাট হয়ে যাওয়া, নাকি আসানসোলে তাকে বিজেপিতে নেওয়ার ক্ষেত্রে বাবুল সুপ্রিয়র আপত্তি, ঠিক কোন অংকে শেষ পর্যন্ত জিতেন্দ্র তিওয়ারি পা বাড়িয়ে ও পিছু হটলেন, তা নিয য়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গিয়েছে। আসানসোলে বহু মানুষ মনে করছেন, যেভাবে গত দুটি লোকসভা নির্বাচনে বাবুল সুপ্রিয়কে হেনস্থা হতে হয়েছিল, সেখানে প্রথম অভিযোগ ছিল জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। নরেন্দ্র মোদির ব্লু আইড বয় বাবুল সেই দিনগুলি ভুলে যাননি। তাই এখন বাংলার ক্ষমতা দখল করতে বিজেপির মেজ -সেজ নেতারা মুড়ি মিচড়ির মতো যাকে তাকে তৃণমূল থেকে দলে ঢোকালেও, আসানসোলের এই নেতার পদ্ম ফুটে ওঠা বাবুল সুপ্রিয় এর জন্যই আটকে গেলো কিনা, তা নিয়ে যথেষ্ট চর্চা রয়েছে আসানসোলে। বিজেপির নেতাদের কেউ কেউ মনে করছেন, এই বাজারে হাওয়া বুঝে অন্য অনেকের মতই আসানসোলের প্রাক্তন মেয়র ক্ষমতায় থাকতে বিজেপিতে যোগ দিতে চাইলেও, প্রধানমন্ত্রীর আস্থাভাজন বাবুল সুপ্রিয় পুরনো ইতিহাস ভোলেননি।

তাই এই যাত্রায় জিতেন্দ্র র সামনে বিকল্প পথ নেই। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ও নয়, স্রেফ অরূপ বিশ্বাস এর সঙ্গে বৈঠক করেই জিতেন্দ্র তিওয়ারিকে ঢোক গিলতে হলো বলে মনে করছে রাজনৈতিক মহলও।