কলকাতা ব্যুরো: (ছবি-সামাজিক মাধ্যম) অরুণাচল সীমান্তে গোলা, বারুদ, সেনা মোতায়েন শুরু করেছে চিন। লাদাখের পর অরুণাচলই হয়ে উঠতে চলেছে চিন-ভারত বিবাদের পরবর্তী উপলক্ষ? ইতিমধ্যেই প্রকৃতির নিয়ন্ত্রণ রেখার থেকে ২০ কিলোমিটার দূরে চিন তৈরি করেছে স্থায়ী এয়ারস্ট্রিপ। মোতায়েন করা হচ্ছে সেনা, গোলা-বারুদ।
অরুণাচল নিয়ে চিন-ভারত বিবাদ অবশ্য নতুন নয়। বস্তুত সাম্প্রতি বেজিংয়ের তরফে আরো একবার বলা হয়েছে, অরুণাচলকে ভারতের অংশ বলে মনে করেনা চিন। ওটা দক্ষিণ তিব্বতের অংশ। সেখানের প্রায় ৯০ হাজার বর্গ কিলোমিটার এলাকার ওপর নিয়ন্ত্রণে কায়েম করতে চায় চিন। ভারতও অবশ্য চুপ করে বসে নেই। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানিয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ভারত।