এক নজরে

চিনকে প্রতিরক্ষা তথ্য বেঁচে গ্রেপ্তার দিল্লির সাংবাদিক

By admin

September 19, 2020

কলকাতা ব্যুরো: ভারতের গোপন তথ্য পাচারের অভিযোগে দিল্লি পুলিশ গ্রেফতার করল রাজিব শর্মা নামে এক ফ্রীল্যান্স সাংবাদিককে। তার সঙ্গে এই চক্রে জড়িত থাকার অভিযোগে এক মহিলা, তার নেপালি সহযোগীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। মূলত ভারতের সেনাবাহিনীর মুভমেন্ট, প্রতিরক্ষা সরঞ্জাম সংক্রান্ত তথ্য কেন্দ্রিক খবর এবং ভারতের বিদেশনীতি সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে এই সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। একটি কোম্পানি খুলে এবং চিনা ও নেপালের বাসিন্দা ওই দুজনের মাধ্যমে যাবতীয় তথ্য সরবরাহ করতো বলে অভিযোগ।

প্রায় ৬১ বছর বয়সের ফ্রীল্যান্স সাংবাদিক রাজিব শর্মার প্রীতমপুরা এলাকার বাড়িতে হানা দিয়ে পুলিশ ল্যাপটপ, কিছু গোপন নথি যা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ, তা বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় ধৃত চিনা মহিলা এবং তার নেপালি সহযোগী শের সিং ওরফে রাজ কেও জেরা করছে পুলিস। রাজিব শর্মা এইসব গোপন তথ্য ওই মহিলাকে দিয়ে চিনে পাঠিয়ে মোটা টাকা কামা তো বলে প্রমাণ পেয়েছে পুলিশ।

২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে চিন সরকারের মুখপাত্র হিসেবে চিহ্নিত গ্লোবাল টাইমস পত্রিকায় সপ্তাহে কলাম লিখতেন রাজিব শর্মা। তারপরে চীনের কুনমিং শহর থেকে মিচেল নামে কেউ তার সঙ্গে যোগাযোগ করেন। প্রাথমিক যোগাযোগের পর রাজিব শর্মাকে নিয়ে মিচেল এবং আরও কয়েকজনের লাওস এবং মালদ্বীপে যান। সেখানেই তাদের মধ্যে চুক্তি হয়, ভুটান -সিকিম-চীন জংশনে সেনা কিরকম নিরাপত্তা দেওয়া হচ্ছে এই সংক্রান্ত তথ্য জানাতে হবে রাজীবকে। সেই তথ্য স্থানীয়ভাবে ধৃত চায়না মহিলার মাধ্যমে পৌঁছে যেত সে দেশে। গোটা ঘটনার পেছনে আরও কারা আছে সে ব্যাপারে দিল্লি পুলিশ তদন্ত চালাচ্ছে।