কলকাতা ব্যুরো: এক তরুনীর সঙ্গে অভব্য আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে চালককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে এক তরুণী আলিপুর থেকে ওই আপ ক্যাব বুক করেন। তার গরফায় নামার কথা ছিল।অভিযোগ, আলিপুর থেকে ওই অ্যাপ ক্যাবে ওঠার পর থেকেই চালক নানান রকম অশ্লীল কথাবার্তা বলতে শুরু করেন। নানান কুরুচিকর মন্তব্য করতে থাকেন। দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম করে করে মহিলার সঙ্গে যৌন হেনস্থা মুলক কথাবার্তা চালাতে থাকেন ওই চালক। এমনকি গরফার যে ঠিকানায় তার ওই তরুণীকে নামানোর কথা, সেখান থেকে অন্যত্র তাকে নামানোর চেষ্টা করেন ওই চালক।গাড়ি থেকে নামানোর পরেও ওই তরুণীকে ফোন করেন। এমনকি এসএমএস করে খুব প্রস্তাব দেন বলেও অভিযোগ। তরুনী এরপরে রাতেই তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। এদিন ভোর বেলায় হরিদেবপুর এলাকা থেকে পুলিশ ওই অ্যাপ ক্যাবের চালককে গ্রেফতার করে। আজ তাকে আদালতে তোলা হবে।