কলকাতা ব্যুরো: এবার নিউটাউনে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে হাজির ইডির টিম। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউটাউনের ‘রয়্যাল রেসিডেন্সি’তে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। বি ব্লকের ৪০৪ নম্বর ফ্ল্যাটটি অর্পিতা মুখোপাধ্যায়ের বলেই ইডি সূত্রে খবর। টালিগঞ্জ, বালিগঞ্জ, বেলঘরিয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ইডি হানা দিল নিউটাউনে। সেই ফ্ল্যাট ইতিমধ্যেই ঘিরে ফেলেছে। সশস্ত্র সিআরপিএফ। কী মিলতে পারে এই ফ্ল্যাট থেকে? লক্ষ্মীবারের সন্ধ্যায়ও কি ফের কোটি কোটি টাকা, তাল তাল সোনা উদ্ধার করতে চলেছেন তদন্তকারীরা? এখন ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। ইডি সূত্রে খবর, এই ফ্ল্যাটে অর্পিতার প্রায় ৩৮ হাজার টাকা রক্ষণাবেক্ষণ খরচ বাকি।
গত শুক্রবার অর্পিতা মুখোপাধ্যায়র টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়। এরপর বুধবার বেলঘরিয়ায় অর্পিতার আরও দু’টি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ২৮ কোটি টাকা, ভরি ভরি সোনার গয়না, সোনার বাট, এমনকী হিরেও উদ্ধার হয়। উদ্ধার হয় P লেখা একটি আংটি। এমনকী অর্পিতার ফ্ল্যাট থেকে বাতিল হাজার টাকার নোটও মিলেছে।
এরপরই ইডির নজর ছিল, আর কোন ঠিকানায় যকের ধন লোকানো রয়েছে। সূত্রের খবর, অর্পিতাকে জেরায় উঠে আসা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নিউটাউনের ফ্ল্যাটে হানা দেয়। প্রথমে এই ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাঁরা কথা বলেন। সঙ্গে সিআরপিএফ জওয়ানরা। এখনও অবধি যত জায়গায় ইডি তল্লাশি চালিয়ে, সর্বত্রই জওয়ান নিয়ে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।