কলকাতা ব্যুরো: বেলঘরিয়ায় রথতলার অভিজাত আবাসনে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এখনও পর্যন্ত ২০ কোটি টাকা গোনা সম্ভব হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বাট, রুপোর কয়েন সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি। তবে সূত্রের খবর এত বিপুল পরিমাণ টাকা গোনা শেষ হতে হতে রাত কাবার হয়ে যাবে। এদিন সন্ধ্যে থেকে চারটি নোট গোনার যন্ত্র দিয়ে চলছে টাকা গোনার কাজ। মধ্যরাত হলেও সেই কাজ এখনও সম্পূর্ণ হয়নি।
ইডি সূত্রে খবর, প্রথম রাউন্ডে ১৫ কোটি টাকা গোনা সম্ভব হয়। তার কিছু ক্ষণের মধ্যেই আরও ৫ কোটি টাকা গোনা হয় বলে খবর পাওয়া যায়। ফলে এখনও পর্যন্ত ২০ কোটি টাকা গুনতে পারলেন ব্যাঙ্ককর্মীরা। এছাড়াও পাওয়া গিয়েছে প্রচুর সোনার বাট। যার বাজারমূল্য অন্তত দু’কোটি টাকা হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। উদ্ধার হয়েছে রুপোর মুদ্রাও। বেশ কিছু দলিলও পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর।
ইতিমধ্যে টাকা নিয়ে যেতে বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস আবাসনে প্রবেশ করেছে ট্রাক। সেই ট্রাকে রয়েছে ২০টি ট্রাঙ্ক। ট্রাঙ্কেই উদ্ধার হওয়া টাকা ভরে নিয়ে যাওয়া হবে।